মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে ১১শ’ পিস ইয়াবা বড়িসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ। গত সোমবার দিরাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় এ অভিযান চালানোর হয়। আটককৃতরা হলো- উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম এলাকার পাখিল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (২১), জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাস্তা গ্রামের বিন্দু মিয়ার ছেলে সাদ্দাম (২৭)। এরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত বলে থানা সূত্রে জানা যায়।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন- একই রাতে পৃথক অভিযানে ইয়াবা উদ্ধারসহ ২জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন