শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মাসকট জাবিভাকা

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মাসকট হিসেবে বেছে নেয়া হয়েছে নেকড়ে ‘জাবিভাকা’কে। একমাস ধরে চলা ভোটাভুটিতে নেকড়ে পেয়েছে ৫৩ শতাংশ ভোট। বাঘ ২৭ শতাংশ ও বিড়াল ২০ শতাংশ ভোট পেয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে মাসকট জাবিভাকাকে আকর্ষণীয়, আত্মবিশ্বাসী ও সামাজিক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে কিনা সবসময় একজন ফুটবল তারকা হয়ে উঠতে চায়। রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো বলেন, ‘আমি নিশ্চিত ২০১৭ সালের ফিফা কনফেডারেশন্স কাপ ও ২০১৮ সালের বিশ্বকাপের সমর্থকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পাবে জাবিভাকা।’ ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনাল্ডোর মন্তব্য, ‘মাসকটরা খুব ভালো দূত হয় এবং তারা স্টেডিয়ামে অনেক আনন্দ বয়ে আনে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন