শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চিটাগাং চেম্বারে ‘জাপান ডেস্ক’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

চিটাগাং চেম্বার, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) ও জাপান-বাংলাদেশ চেম্বারের (জেবিসিসিআই) যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রামে ‘জাপান ডেস্ক’ স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডেস্ক উদ্বোধন করেন।
এ উপলক্ষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইওহো, জেটরো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইওজি আন্দো, ঢাকাস্থ জাপানীজ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এসোসিয়েশনের (জেসিআইএডি) সভাপতি হিকারি কাওয়াই, জাপান-বাংলাদেশ চেম্বার সভাপতি আসিফ এ চৌধুরী, উপদেষ্টা সালাহউদ্দীন কাসেম খান, সেক্রেটারী তারিক রাফি ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। কোভিড-১৯ মহামারী সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি খুবই স্থিতিশীল অবস্থায় রয়েছে। চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় জাপানে বাংলাদেশের রপ্তানী ১৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন