শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চলতি বছরে মৃত্যু ১০০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছর এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জন। যার মধ্যে দু’জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১৯ জন। এর মধ্যে ঢাকায় ২৮ জন এবং ঢাকার বাইরে ৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫৭।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৫৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১৮০ জন। বাকি ৭৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরে এখন পর্যন্ত ২৭ হাজার ৭৭৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৭ হাজার ৪২৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন