উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রাগের বিপক্ষে জোড়া গোল করেছেন পিএসজির তারকা লিওনেল মেসি। ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৭৪ মিনিটের সময় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ডি বক্সের ভেতর তাকেই ফাউল করা হলে পেনাল্টি পায় পিএসজি। আর দলের হয়ে এ শট নিতে এসে গোল করতে কোন ভুল করেননি তিনি।
এই গোলের মাধ্যমে গোল করার দিক দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে গেছেন মেসি। পেলে তার ক্যারিয়ারে ৭৫৭টি অফিসিয়াল গোল করেছিলেন। অপরদিকে মেসি জোড়া গোল করার মাধ্যমে করলেন ৭৫৮টি গোল। কয়েকদিন আগেই জাতীয় দলের হয়ে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি এই পেলেকেই টপকে।
তাছাড়া আজ ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ১২৫তম গোল পূর্ণ করেছেন মেসি।
মন্তব্য করুন