বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা করায় ফার্মেসী মালিক সমিতির হরতাল পালন

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ৮:৩২ এএম

পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা করায় ফার্মেসী মালিক সমিতি হরতাল পালন করেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা সদরসহ পুঠিয়া রাজবাড়ি মার্কেট ও ঝলমলিয়া বাজার মার্কেটের ফার্মেসীর মালিকেরাও এ হরতাল পালন করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, পুঠিয়া সদরের ফার্মেসীতে মেয়াদউর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, রাজশাহীর জেলার ড্রাগ সুপার ও পুঠিয়া থানা পুলিশের সদস্যগণ। এসময় পুঠিয়া ত্রিমোহনী বাজারের গ্রামীন ফর্মেসী, ফাতেমা ফার্মেসী ও উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের সামনের সেতু ফর্মেসী, লাইফ কেয়ার ফর্মেসীতে তার মেয়াদউর্ত্তীণ ওষুধ ও ফিজিশিয়ান সেম্পুল পাওয়ার কারণে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে দুপার ১২টার সময় পুঠিয়া ফর্মেসী মালিক সমিতি এ জরিমানা করার কারণে পুঠিয়া সদরের ত্রিমোহনী মোড়, স্বাস্থ্য কমপ্লেক্স গেট, পুঠিয়া রাজবাড়ি মার্কেট ও ঝলমলিয়া মার্কেটের সকল দোকান বন্ধ রেখে হরতাল পালন করে। এসময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আশা রোগীদের স্বজনেরা ওষুধ কেনার জন্য ফার্মেসীর দোকানে গিয়ে দোকান বন্ধ থাকায় ওষুধ না পেয়ে হয়রানির শিকার হন। এসময় তারা আনেক কষ্টে বিভিন্ন এলাকা থেকে ওষুধ সংগ্রহ করেছেন বলে একধিক রোগীর স্বজনেরা অভিযোগ করেন। উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, দোকানে কয়েক’শ কোম্পানীর ওষুধ থাকার কারণে কিছু দোকানে দুই একটা মেয়াদউর্ত্তীণ ওষুধ থাকতেই পারে। এছাড়াও এসব মেয়াদউর্ত্তীণ ওষুধগুলো নির্দিষ্ট স্থানে রাখার নিয়ম রয়েছে। আমারা তা করে থাকি। একটি দোকানে মাসে ২০ হাজার টাকা লাভ করা সম্ভব হয়না এ কারণে অতিরিক্ত জরিমানা করার কারণে ফামের্সীর দোকান বন্ধ করে প্রতিবাদ করছি। এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদা আনাছ পিএএ জানান, জনস্বাস্থ্য হুমকি মেয়াদউর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগ আমরা কয়েকটি দোকনে অভিযান পরিচালনা করে মেয়াদউর্ত্তীণ ওষুধ ও ফিজিশিয়ান সেম্পুল পাওয়ায় তাদেরকে জরিমানা করা হয়। এছাড়াও এ অভিযান অব্যহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন