বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

ভূমি অধিগ্রহণজনিত ক্ষতিপূরণের আবেদন নিষ্পত্তি না করায় কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদকে তলব করেছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ তাকে তলব করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিতদাশ গুপ্ত।
তিনি জানান, ২০১৯ সালে কক্সবাজারের বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমিতে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের ১৫ শতক জমিও ছিল। এর যার দাম প্রায সাড়ে ৩ কোটি টাকা। ক্ষতিপূরণের এ অর্থ বুঝে না পাওয়ায় জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দেন মাহবুবুর। সেই আবেদনের নিষ্পত্তি করেননি ডিসি। এ ঘটনায় জেলা প্রশাসককে সশরীরে হাজির হয়ে নথিসহ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। হাজির হয়ে আগামি ১৩ ডিসেম্বর তাকে হাজির হতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন