বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফতুল্লায় ৬ টি অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ৬:৫৩ পিএম

আবাসিক এলাকায় পরিবেশ দূষণসহ ঝুঁকিপূর্ণ পরিবেশে ডাইং কারখানা পরিচালনার অভিযোগে অনুমোদনহীন ছয়টি অবৈধ প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো আবু হাসান
এসময় বিভিন্ন ফ্ল্যাট বাড়ির নীচে ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত মজুমদার ওয়াশিং, বি এল ওয়াশ, এ এফ লন্ড্রি, সোনালী ডাইং, লোকনাথ ডাইং এবং এন এ ডাইং এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুনসহ ডিপিডিসি ও তিতাসের স্থানীয় কর্মকর্তারা।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো আবু হাসান জানান, এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধবাবে পরিচালিত হচ্ছে। খোলামেলা পরিবেশে যত্রতত্র বিভিন্ন ধরণের বিষাক্ত কেমিক্যাল ও দাহ্য পদার্থ ব্যবহারসহ এখানে ব্যবহৃত বয়লারের কালো ধোঁয়ার পরিবেশ দূষণ করা হচ্ছে। কারখানাগুলোতে ইটিপি প্লান্টও ব্যবহার করা হচ্ছে ন
তিনি আরো বলেন, পরিবেশ দূষণের পাশাপাশি এসব নানা কারণে এলাকার বাসিন্দারা দূর্ঘটনার ঝুঁকিতে বসবাস করছেন। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হচ্ছ
পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছোট বড় শতাধিক ডাইং কারাখানা পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে পরিবেশ দূষণকারি ও অনুমোদনহীন কারখানাগুলোকে নিয়মের আওতায় আনতে লিখিত নোটিশ দেয়া হয়েছে। আর্থিক জরিমানাও করা হয়
এরপরেও যারা মানছে না তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন