শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন সরকারের যাত্রা শুরু জার্মানিতে

অ্যাঙ্গেলা মার্কেলের দীর্ঘ ১৬ বছরের শাসনের যবনিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৪ এএম

নির্বাচনের ৭২ দিন পর অবশেষে জার্মানিতে গঠিত হয়েছে নতুন সরকার। দেশটির নবম চ্যান্সেলর হিসেবে স্থানীয় সময় বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন সামাজিক গণতান্ত্রিক দলের ওলাফ শোলজ। অ্যাঙ্গেলা মার্কেলের ১৬ বছরের শাসনের পর ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিশালী এবং বৃহত্তর অর্থনীতির দেশটির শাসনভার বর্তাল এবার তার ওপর। নতুন সরকার জার্মানির আধুনিকীকরণ ও আবহাওয়া পরিবর্তনের জন্য লড়াই করার উচ্চ আশা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া একটি আধুনিক অভিবাসন নীতি, দ্বৈত নাগরিকত্ব আইন পাস, ন্যূনতম মজুরি ১২ ইউরো করাসহ বেশকিছু পরিবর্তনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার। তবে করোনাভাইরাস মহামারি বর্তমানে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই বিবেচিত হবে। খবরে বলা হয়, বুধবার শপথের আগে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগ ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করেছে। ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫ ভোট পেয়ে নিয়োগ সমর্থন পান শলৎস। বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয় জন ভোটদানে বিরত ছিলেন। ভোটের পর শলৎস জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান। সেখানে প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার তার হাতে নবম ফেডারেল চ্যান্সেলর হিসাবে নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন। এরপর শলৎস আবার বুন্ডেসটাগে ফিরে যান এবং সেখানে শপথ গ্রহণ করেন। বিবিসি জানায়, নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন থাকছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন পরিবেশবাদী গ্রিন পার্টি এবং চার জন উদারপন্থি এফডিপি থেকে। গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্য বামপন্থি এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিন এবং নব্য উদারপন্থি এফডিপি-র সঙ্গে জোট গঠনের চুক্তি করে। আবহাওয়া পরিবর্তন রোধের লড়াইয়ে উচ্চাকাক্সক্ষী পরিকল্পনা আছে জার্মানির নতুন সরকারের। তবে প্রাথমিকভাবে শলৎসের সরকার করোনাভাইরাস মোকাবেলাকেই অগ্রধিকার দেবে। ডয়চে ভেলে জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বুধবার নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে স্বাগত জানিয়ে বলেছেন, ইউরোপের ভবিষ্যৎ গঠনে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এক টুইটে মাখোঁ বলেন, আমরা ফরাসিদের জন্য, জার্মানদের জন্য, ইউরোপীয়দের জন্য, একসঙ্গে পরবর্তী অধ্যায় লিখব। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিনও বলেছেন, তিনি শলৎসের সাথে কাজ করতে উন্মুখ। এক টুইটে তিনি বলেন, আমি আপনার শুভসূচনা কামনা করছি এবং একটি শক্তিশালী ইউরোপের জন্য আরেও আস্থাপূর্ণ সহযোগিতা পাওয়ার অপেক্ষায় আছি। এদিকে, ২০০৫ সালের ২২ নভেম্বর জার্মানিতে প্রথম নারী চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাঙ্গেলা মার্কেল। পরবর্তী ১৬টি বছর তিনি দেশটির অবস্থান, সমৃদ্ধি, প্রভাব ও নানাবিধ সঙ্কট মোকাবেলা করে জার্মানিকে ইউরোপের মধ্যে প্রভাবশালী একটি রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যান। ৬৭ বছর বয়সে দায়িত্ব ছাড়ার সময় মার্কেল তাই নিজ দেশ ও বিদেশ থেকে পেয়েছেন প্রশংসা ও জনপ্রিয়তাও। বুধবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়েন জার্মানির সফলতম চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার স্থানে নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ৬৩ বছর বয়সী রাজনীতিক ওলাফ শোলজ। এর মধ্য দিয়ে মার্কেলের দীর্ঘ ১৬ বছরের শাসনের ইতি ঘটল। ক্ষমতা হস্তান্তরের আগে সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন মার্কেল। এ সময় তিনি বলেন, ‘আমি জানি আপনি খুবই অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। আমার ইচ্ছা চ্যান্সেলরের পদে অসীন হয়ে আপনি আমাদের দেশের স্বার্থ উদ্ধারে ভালোভাবে কাজ করতে পারবেন।’ নতুন চ্যান্সেলরের শপথ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানস্থল থেকে নিজের ব্যবহৃত অডি গাড়িতে করে বিদায় নেন মার্কেন। এ সময় তাকে তালি দিয়ে বিদায় জানাতে দেখা যায় তার এক সময়ের সহকর্মীদের। এছাড়া মার্কেলকে দেখতে সে সময় অনুষ্ঠান স্থলের বাইরে প্রচুর সংখ্যক মানুষকে জড়ো হন। রয়টার্স, ডিডব্লিউ, এনিডিটিভি, ভিওএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন