বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাফ শিরোপা জিততে চান মারিয়া-আঁখিরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ৮:১৭ পিএম | আপডেট : ৮:১৮ পিএম, ৯ ডিসেম্বর, ২০২১

সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। শনিবার মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের খেলা। করোনকালেই আন্তর্জাতিক এই টুর্নামেন্টে খেলছে সাফের পাঁচ দেশ। এরা হলো- ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টকে সামনে রেখে লাল-সবুজের মেয়েদের লক্ষ্য ও সম্ভাবনা জানাতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাফের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী দলের নামও ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ,সাধারণ সম্পাদক মো.আবু নাইম সোহাগ, নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক মারিয়া মান্ডা ও সহ-অধিনায়ক আঁখি খাতুন। স্বাগতিক দলের অধিনায়ক, সহ-অধিনায়ক ও কোচ জানান, শিরোপায় চোখ তাদের। ঘরের মাঠে সাফ শিরোপা জিততে চান তারা।

কোচ গোলাম রব্বানী ছোটন বিশ্বাস করেন, সাফ শিরোপা জেতার মতো ক্ষমতা রয়েছে তার দলের। তিনি বলেন,‘আমাদের চোখ শিরোপায়। আমি বিশ্বাস করি ঘরের মাঠে মেয়েরা উপভোগ্য ফুটবল উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবে। ছোটন যোগ করেন,‘ টুর্নামেন্টকে সামনে রেখে গত ৩০ সেপ্টেম্বর থেকে আমরা অনুশীলন করছি। উজবেকিস্তানে আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলেছিলাম। তারপর থেকে আমাদের ডেভেলপমেন্ট কার্যক্রম চলছে। আমাদের প্রস্তুতি ভালো। আবারো বলছি এই টুর্নামেন্টে আমাদের মেয়েরা দেশবাসীকে ভালো ফল উপহার দেবে বলেই আমার বিশ্বাস।’

অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘বিগত দিনে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা ভালো ফুটবল খেলে দর্শকদের আনন্দ দিতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই।’ সহ-অধিনায়ক আঁখি খাতুনের কথায়, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সাফ চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’

এর আগে এই টুর্নমেন্ট হয়েছিল অনূর্ধ্ব-১৮ বয়সের। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ২০১৮ সালের পর আর এই টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। বয়সে পরিবর্তন এনে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এবার টুর্নামেন্টের নামকরণ করেছে অনূর্ধ্ব-১৯। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের এটাই প্রথম আসর। এবারের আসরে খেলছে না মালদ্বীপ ও পাকিস্তান। মালদ্বীপ অংশ নিচ্ছে না তাদের আভ্যন্তরিণ কারণে এবং ফিফার নিষেধাজ্ঞায় নেই পাকিস্তান। কাল টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল। কমলাপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে ভুটানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে পাঁচ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।

 

বাংলাদেশের ম্যাচগুলো :

১১ ডিসেম্বর- বাংলাদেশ ও নেপাল (সন্ধ্যা ৭টা)

১৩ ডিসেম্বর- বাংলাদেশ ও ভুটান (বিকাল ৩টা)

১৭ ডিসেম্বর- বাংলাদেশ ও ভারত (বিকাল ৩টা)

১৯ ডিসেম্বর- বাংলাদেশ ও শ্রীলঙ্কা (সন্ধ্যা ৭টা)

২২ ডিসেম্বর- ফাইনাল

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন