শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৩ এএম

প্রশ্ন : আমি ব্যবসায়ী। বয়স ৪২। আমার দুই পায়ে দীর্ঘদিন যাবৎ চামড়া ভারী হয়ে গিয়েছে। এতে অসহ্য চুলকানি হয়। মলম লাগিয়েছি। কাজ হয়নি। তাই আপনার শরণাপন্ন হলাম।
-মোঃ আজমল। পবা। রাজশাহী।

উ : আপনার পায়ের রোগটি সম্ভবত ‘লাইক্যান প্ল্যানাস’। এটি একটি কঠিন ত্বক সমস্যা। একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে আপনার রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৯। বাবা-মা বিয়ে করতে বলছেন। কিন্তু এটি সম্ভব নয়। কারণ আমার মোটেই সেক্স নেই। তা-ছাড়া আমার লিঙ্গ বেশ ছোট। তাই আপনার সুপরামর্শ চাই। কীভাবে দ্রুত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব?
-রবিউল। মোহাম্মদপুর। ঢাকা।

উ : আপনার সমস্যাটির জন্য দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনাকে পরীক্ষা করে এর একটি ভাল সমাধান দিতে পারবেন।

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার দুই চোখের নিচে অনেক ছোট ছোট বিচি আছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। এর কোনো স্থায়ী চিকিৎসা আছে কি?
-রুমা। অগৈলঝরা। বরিশাল।

উ : আপনার রোগটির নাম ‘সিরিনগোমা’। এটি একটি জটিল চর্মরোগ। অত্যাধুনিক রেডিও সার্জারির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র ১ (এক) সেশন চিকিৎসায় আপনার রোগটি নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৫২। আমার দুই পায়ের নখগুলো বিবর্ণ হয়ে গেছে। আমি আমার নখগুলো পূর্বাবস্থায় ফিরে পেতে চাই।
-মিসেস সাবরিন হক। লক্ষ্মীবাজার। ঢাকা।

উ : আপনার নখে দীর্ঘমেয়াদি কোন সংক্রমন হয়েছে অথবা দেহে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যে কারণে নখগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৫৬৯২৮৯৬।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Bellal ১১ ডিসেম্বর, ২০২১, ১১:৪৩ এএম says : 0
চুকা ঢেকুর ওঠা । বন্ধ করার উপায় কি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন