বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বেড়েছে বিনিয়োগ নিবন্ধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০১ এএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, গত অর্থবছরের তুলনায় ৪৬ শতাংশ বিনিয়োগ নিবন্ধন বৃদ্ধি পেয়েছে। বিডার তথ্যমতে, করোনা-পরবর্তী সময়ে বিনিয়োগে আগ্রহী হয়েছে অনেকেই। এতে নতুন ২৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে বিডা।
প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রায় ২০ হাজার ৪৬৪ কোটি টাকার দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। গত অর্থবছরের এই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব ছিল ১৩ হাজার ৯৮৪ কোটি টাকার। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডা।
চলতি অর্থবছরে ১৮৯টি শিল্পপ্রতিষ্ঠান বিডার কাছে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে স্থানীয় ১৭৭টি প্রতিষ্ঠান ১৮ হাজার ৫৮৬ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে, যা গত বছরের চেয়ে ৫ হাজার ৮৮৭ কোটি টাকা বেশি। সে অনুযায়ী এ বছর স্থানীয় পর্যায়ে বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ। বিদেশি বিনিয়োগের প্রস্তাব ৪৬ শতাংশ বেড়েছে। বিডার তথ্যানুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে সাতটি শতভাগ বিদেশি ও পাঁচটি যৌথ মালিকানার প্রতিষ্ঠান মোট ১ হাজার ৮৭৭ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে।
গত অর্থবছরে শতভাগ বিদেশি ও যৌথ মালিকানা মিলিয়ে ২০টি শিল্পপ্রতিষ্ঠান ১ হাজার ২৮৫ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিল। চলতি অর্থবছরে বিদেশিরা কৃষিখাতে বিনিয়োগে বেশি আগ্রহ প্রকাশ করেছে। তবে স্থানীয় পর্যায়ে রাসায়নিক শিল্প খাতে বিনিয়োগের প্রস্তাব এসেছে সবচেয়ে বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন