শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে মেয়র হলেন প্রথম সোমালিয়ান মুসলিম নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৭:৫০ পিএম

তার হিজাব দেখে অনেক মার্কিন নাগরিক ধরেই নিয়েছিল যে, তিনি ইংরেজি বলতে পারেন না। নির্বাচনী প্রচারণার সময় অনেকে তাদের দরজায় তাকে প্রথমে দেখে ভয়ও পেতেন। এই নারীই যুক্তরাষ্ট্রের সিটি মেয়র হলেন। তার নাম দিকা ডাহলাক। তিনি সোমালিয়ান বংশোদ্ভূত। প্রথম মুসলিম নারী মেয়র হিসেবে তার নাম যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের পাতায় নাম লিখেছেন তিনি। -সিএনএন

যুক্তরাষ্ট্রের সাউথ পোর্টল্যান্ড সিটির মেয়র হিসেবে দিকা ডাহলাক নির্বাচিত হয়েছেন। গত ৬ ডিসেম্বর নবনির্বাচিত কাউন্সিলর লিন্ডা কোহেন ও পুনর্নির্বাচিত কাউন্সিলর মিশা প্রাইড শপথ গ্রহণ করেন। তখন দিকা ডাহলাক মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাহলাকের দৃঢ় প্রত্যয়ের কথা সবাই বলতে থাকে। প্রতিবন্ধকতার বদলে মানুষের পারস্পরিক সহায়তা ৫৩ বছর বয়সী এ নারীকে নির্বাচনে এগিয়ে নিতে ব্যাপকভাবে উৎসাহ জোগায়। আগামীতে অন্যরা আরও বেশি অংশ নিতে পারবেন বলে দাহলাক আশাবাদ ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mostafa kamal ১০ ডিসেম্বর, ২০২১, ১০:৪৪ পিএম says : 0
Alhamdulillah congratulations
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন