শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৫ মাদক বিক্রেতা গ্রেফতার

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল, মাদক পরিমাপের ডিজিটাল মিটার, তিনটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রির নগদ ছয় হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার মঠেরপাড় গ্রামের মো. তফসের হাওলাদারের পুত্র মো. ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), সামছুল হক হাওলাদারের পুত্র মো. তফছের হাওলাদার (৬০), ভারানীরপাড় গ্রামের মো. নাসির হাওলাদারের পুত্র মো. নাঈম (১৮), মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. আওয়াল শেখের পুত্র মো. রেজা শেখ (৩০) ও ঢাকা সবুজবাগ থানাধীন মায়া কানন এলাকার মো. শাহীন আহম্মেদের পুত্র মো. ইয়াসিন রাব্বি (১৫)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন