শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কুমিল্লা-রাজশাহী ম্যাচে শুরু বিপিএল

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের লড়াইয়ের মধ্যদিয়ে আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানস। আসরের ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ ডিসেম্বর। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল প্রকাশিত হয় বিপিএলের ফিকশ্চার।
ফিকশ্চারে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। প্রতি শুক্রবার প্রথম ম্যাচ দুপুর আড়াইটায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হলেও সপ্তাহের অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। ফিকশ্চার অনুযায়ী ঢাকায় অনুষ্ঠিত আসরের প্রথম পর্ব শেষ হবে ১৩ নভেম্বর। এই পর্বের খেলা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্ব ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রামের কোথায় খেলা হবে তা পরে জানাবে আয়োজকরা। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রস্তুত রাখা হচ্ছে। সঙ্গে এমএ আজিজ স্টেডিয়ামেও ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা রয়েছে। ঢাকায় শেষ পর্ব শুরু ২৫ নভেম্বর। ৬ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৭ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকবে। এবারের আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উইকেটকে বিশ্রাম দিতে এবার দুই-তিন দিন পরপরই রাখা হয়েছে এক দিন করে বিরতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন