বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সোনালী ও রূপালী ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকে পর্যবেক্ষক পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংকের অব সাইড সুপারভিশন বিভাগ। গত ১৩ অক্টোবর সোনালী ব্যাংকের পর্যবেক্ষক কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় রূপালী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত আবদুর রহিমকে নিয়োগ দেয়া হয়েছে সোনালী ব্যাংকের দায়িত্ব দেয়া হয়েছে।
রূপালী ব্যাংকে নতুন পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহাকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (রবিবার) বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংক কোম্পানি আইনের ৪৯(ঘ) (আ) ধারায় বলা আছে, কোনো ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদ, বা এর কোনো কমিটি বা ব্যক্তি সংঘের সভার কার্যধারা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক তার কোনো কর্মকর্তাকে নিয়োগ করতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন