শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নন্দীগ্রামে মমতার হারের নেপথ্যে দলীয় কর্মীরাই!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম

একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন মমতা৷ সেখানে শুভেন্দুর কাছে হারেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি এর জন্য দলীয় কর্মীদের দায়ি করেছেন।

মমতার সঙ্গে দীর্ঘদিন ধরে একই পথে হেঁটে রাজনীতি করেছেন সুব্রত বক্সী৷ তিনি দাবি করেছেন, ‘দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রাম থেকেবিধায়ক হতে পারেননি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷’ তার এই অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন৷

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন মমতা৷ সেখানে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী৷ খুব কম ভোটের ব্যবধানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন শুভেন্দু৷ যদিও এর আগে সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়েছিল নন্দীগ্রামে জিতেছেন মমতা৷

ভোটের ফলপ্রকাশের পরই মমতা দাবি করেছিলেন, ষড়যন্ত্র করে তাকে নন্দীগ্রামে হারানো হয়েছে৷ বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়৷ সেই মামলা এখনও অমীমাংসিত৷ যদিও এরই মধ্যে মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখতে ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়৷ রেকর্ড ভোটে জয়ী হয়ে বিধায়ক হন মমতা৷ তবে এরপরও নন্দীগ্রামে তার পরাজয় নিয়ে তৃণমূলের অন্দরে সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব কাটেনি৷ ভাইরাল অডিও ক্লিপে ফের একবার সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল৷ সূত্র: হিন্দুস্থান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন