বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইতালিতে গ্যাস বিস্ফোরনে ভবন ধস, নিখোঁজ ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৬:৫২ পিএম

ইতালির সিসিলি দ্বীপে গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় তিন শিশুসহ ভবনের ১২ জন নিখোঁজ রয়েছেন। ইতালির দমকল বিভাগ নিজেদের দাফতরিক টুইটার একাউন্টে জানায়, স্থানীয় সময় রোববার ভোরে দ্বীপটির রাভানুজা শহরের কেন্দ্রস্থলে এ ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম এএনএসএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনের একটি পাইপ বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে পাশের দু’টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ খোঁড়া শুরু করে। জানা গেছে নিখোঁজদের মধ্যে এক তরুণ দম্পতিও আছেন, তারা প্রথম সন্তান আগমণের অপেক্ষায় ছিলেন।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত দমকল কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ ও আহত অবস্থায় দুই জন নারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সূত্র : সিএনএন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন