শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সৈয়দ আশরাফ মনপ্রাণ দিয়ে আ. লীগের জন্য কাজ করেছেন-শেখ হাসিনা

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ভূয়সী প্রশংসা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সৈয়দ আশরাফ আমার আপন ভাইয়ের মতো। শহীদ পরিবারের সন্তান হিসেবে মনপ্রাণ দিয়ে আওয়ামী লীগকে ভালোবেসেছেন। দলের জন্য কাজ করেছেন। আজ তিনি স্বতঃস্ফূর্তভাবে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেছেন। গত রোববার আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পরপরই শেখ হাসিনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন। এদিকে অনুষ্ঠান শেষ করে সম্মেলন স্থল ত্যাগ করার আগে শেখ হাসিনা আশরাফকে জড়িয়ে ধরেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবারও দলের সভাপতি নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা আমাকে আবারও দলের দায়িত্ব দিয়েছেন। আমি মাথা পেতে নিয়েছি। আশা করি, নতুন কমিটির নেতৃত্বে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের সব কার্যক্রম চলবে।
নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে আরও শাক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন