শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-নিবন্ধন রবি গ্রাহক মোছাঃ বেগম জিতলেন ১০ লাখ টাকার পুরস্কার

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহক মোছাঃ বেগম। বরিশাল বিভাগের বরগুনা জেলার বাসিন্দা বেগমের হাতে সম্প্রতি বরিশালে রবির গ্রাহক সেবা কেন্দ্রে চেক তুলে দেন অপারেটরটির বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহজালাল। কুমারখালী গ্রামের বাসিন্দা বিজয়ী মোছাঃ বেগমের নিজের কোন বসতভিটা নেই। এ টাকা দিয়ে এক টুকরো জমি কিনে ঘর বানাবেন বলে জানান তিনি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলে রবি সেবার সেন্টার ম্যানেজার মো. মিজানুল আহসান খান; বরিশালের এসএমই বিজনেস ম্যানেজার আসিফ বিন মুজিব এবং বরিশাল অঞ্চলের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের মো. রেজওয়ান চৌধুরী। গ্রাহকদের বায়োমেট্রিক সিম নিবন্ধনে উৎসাহিত করতে রবি গত ১৬ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে সিম নিবন্ধনে ১০ লাখ টাকা পুরস্কারসহ অন্যান্য সুবিধার অফার ঘোষণা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন