শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোবাইল কিনে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সেনবাগে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে। নিহত কানিজ ফাতেমা সেনবাগ পৌরসভার বাবুপুর মহল্লার প্রবাসী সোহাগের মেয়ে। সে স্থানীয় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, গত কিছু দিন আগ থেকে কানিজ পরিবারের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার বাহানা করে। পরিবারের সদস্যরা তাকে মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করে। এতে অভিমানে গতকাল মঙ্গলবার ভোররাতে নিজের শয়নকক্ষে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কানিজ ফাতেমা। পরিদর্শক এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

নিজ অফিসে গার্মেন্টস মালিকের লাশ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর পাহাড়তলী এলাকায় একটি গার্মেন্টস কারখানার অফিস থেকে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি জে এন কে ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার মালিক বলে জানিয়েছেন থানার ওসি মোস্তাফিজুর রহমান। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার কাউখালীতে। বাসা নগরীর সাগরিকায় পোর্ট কানেকটিং রোডে। সোমবার রাতে সাগরিকা স্কয়ার বঙ্গবন্ধু ক্লাবের সামনে চৌধুরী ম্যানসনে তার লাশ পাওয়া যায়। ব্যবসায় লোকসান ও পাওনাদারের দেনা পরিশোধ করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এটা খুন না আত্মহত্যা তা নিশ্চিত নয়। লাশের ময়না তদন্ত হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন