শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় আশরাফুলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:৩২ পিএম

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে লাল-সবুজদের লক্ষ্য ভালো খেলা। মঙ্গলবার এমনটাই বললেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম। তিনি জয় কিংবা ড্রয়ের স্বপ্ন দেখাননি। ভাল খেলার প্রত্যয়ের সঙ্গে কম ব্যবধানে হারটাই প্রত্যাশা তার। তারপরেও ভারতের বিপক্ষে শতভাগ দেয়ার প্রত্যয় আশরাফুলের,‘আমাদের প্রস্তুতি ভালো। আমরা মাঠে নামবো ভারতের বিপক্ষে ভালো খেলতে। কোচ আমাদের যেভাবে টেকনিক-টেকটিস শিখিয়েছেন, আমরা যদি সেগুলো শভভাগ মাঠে ঢেলে দিতে পারি তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব।’

দীর্ঘ একচল্লিশ বছর পর টোকিও অলিম্পিক হকিতে পদক (ব্রোঞ্জ) জিতেছে ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবারের চ্যাম্পিয়নও তারা। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান তিনে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়েছে ভারতীয়রা। তারপরও তাদের সামনে দাঁড়ানোর সামর্থ্য এই মুহূর্তে নেই বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে হকির সিনিয়র পর্যায়ে কখনোই পয়েন্ট পায়নি বাংলাদেশ। তাই বলা চলে বাংলাদেশ-ভারত ম্যাচ অসম এক লড়াই।

এশিয়া কাপ হকি টুর্নামেন্টে আটবারের দেখায় ভারতের কাছে ৫৭ গোল হজম করে মাত্র দুই গোল দিয়েছে লাল-সবুজরা। সর্বশেষ চার বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ২০১৭ সালের ১৩ অক্টোবর মওলানা ভাসানি স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে ওই ম্যাচে ভারত ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বাংলাদেশকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি এই প্রথমবার খেলছে বাংলাদেশ। তাই এই টুর্নামেন্টে ভারতের সঙ্গে তাদের দেখাও প্রথম। কাল স্টেডিয়ামে এসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি দেখেছেন বাংলাদেশের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তি ও অধিনায়ক আশরাফুল। টুর্নামেন্ট শুরুর আগ থেকে প্রতিপক্ষদের অতীতের খেলাগুলোর ভিডিওগুলো দেখেছেন তারা। পেনাল্টি কর্ণার থেকে শুরু করে সব বিভাগেই শক্তিশালী ভারত। তারা টেকনিক্যলি-টেকটিক্যালি দু’দিকেই সেরা। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও তাদের খেলা বন্ধ ছিল না। এই ভারতের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের। সেই ভালো কিন্তু কোনো পয়েন্টের আশা নয়। প্রতিবেশি দেশটির বিপক্ষে ড্রয়ের কথা বলাটা সমীচিন হবে না বলেই জানান আশরাফুল। তার কথায়, ‘২-১ কিংবা ৩-১ গোলের ব্যবধানে হার প্রত্যাশা। আমরা যদি বলতে যাই যে তাদের বিপক্ষে আমরা জিতবো কিংবা ড্র করবো। তো এটা বেশি বলা হবে। সর্বশেষ অলিম্পিকে তারা পদক জিতেছে। এমন দলের বিপক্ষে আগে থেকে কিছু বলা ঠিক নয়। আমি আগেই বলেছি ওরা অলিম্পিকে পদক পাওয়া দল। ওদের সঙ্গে আমাদের পার্থক্য কিন্তু স্পষ্ট। র‌্যাঙ্কিংয়েও তারা অনেক এগিয়ে। ওদের সঙ্গে আমরা জিতবো আমার এমন মনে হয় না। তবে ভালো একটা খেলা উপহার দেয়া সম্ভব।’

ভারতের সঙ্গে জয় কিংবা ড্রর প্রত্যাশা না থাকলেও কোরিয়া, জাপান কিংবা পাকিস্তানের মতো দলের বিপক্ষে আপসেট ঘটানোর আশা বাংলাদেশ অধিনায়কের, ‘শুধু অংশগ্রহণ না। আমরা চাইবো টুর্নামেন্টে নিজেদের সেরা খেলা উপহার দিতে। তারা ভালো দল বলে যে আমাদের কাছ থেকে সহজে জয় ছিনিয়ে নেবে এমনও না। আমরা চাইবো যে কোনো একটা-দুইটা টিমকে আপসেট উপহার দিতে।’

কোচ গোবিনাথান বলেন, ‘৪০ মাস বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। অন্য দলগুলো কিন্তু ম্যাচের মধ্যে রয়েছে। আমাদের কাছে আর কি প্রত্যশা আপনারা করবেন। যে দলগুলো খেলতে এসেছে তারা কিন্তু র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। একটা কথাই আমি সবাইকে দিতে পারি যে, ছেলেরা শতভাগ দিয়ে মাঠে খেলবে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন