শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর সেনবাগে ওয়েল্ডিং মেশিনের আগুনে পুড়েছে ৪ দোকান, আহত ৯

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:৪০ পিএম

সেনবাগে আগুনে পুড়ে ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং ৯জন আহত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে উপজেলার ছিলোনীয়া বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সবুজ ( ৪০) এয়াকুব (২৯) শাহাদাত (২৫) মেহেদী (১৮) মিরাজ (১৭) জাবেদ (৩২) কাউসার (৩৫) হাসান (২২) স্বপ্না (১৬) সুমন (৩০) জীবন (১৫)। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রতন রায় জানান, সন্ধ্যা পৌনে ৫টার দিকে ব্যবসায়ী হারুনের দোকানে একজন মিস্ত্রী ওয়েল্ডিং মেশিনে কাজ করছিল। এ সময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিং গিয়ে পাশে থাকা ডিজেল-অকটেনের ক্যান পড়লে দ্রুত আগুন ধরে যায়। অগ্নিকান্ডে ৫-৬ টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত পার্শ্ববর্তী আবদুল হক টেইলার্স ও একটি কবুতর দোকান সহ ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৯ জন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন,ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন