মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনা আক্রান্ত ইতিহাস গড়া রাডুকানু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রথমবারের মতো ইউএস ওপেনে খেলতে এসেই হৈ-চৈ ফেলে দেওয়া এমা রাডুকানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য আবুধাবীর প্রদর্শনী টুর্নামেন্টে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসার খবরটি গতপরশু নিজেই জানান রাডুকানু। বাধ্য হয়ে প্রতিযোগিতাটি থেকে সরে দাঁড়াতে হওয়ায় ভীষণ হতাশ তিনি। তবে দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী এই টিনএজার, ‘আবু ধাবিতে সমর্থকদের সামনে আমি খেলতে মুখিয়ে ছিলাম। নিয়ম অনুযায়ী আমি নিজেকে আইসোলশনে রেখেছি। আশা করি দ্রুত সেরে উঠব।’
টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত ইউএস ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়েন গত নভেম্বরে ১৯ বছর পূর্ণ করা রাডুকানু। ১৯৭৭ সালে উইম্বলডনে ভার্জিনিয়া ওয়েডের পর কোনো মেজরে প্রথম ব্রিটিশ নারী হিসেবে এককে ট্রফিজয়ী রাডুকানুর আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেনের আগে ডব্লিউটিএ মেলবোর্ন ওয়ার্ম-আপ টুর্নামেন্টে খেলার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন