সততা ঈমানদারী ও ইনসাফের ভিত্তিতেই আল্লাহর মেহমান হজযাত্রীদের খেদমত করতে চাই। সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েই দুর্নীতিমূক্ত হাব প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। হজ আইন এজেন্সির স্ব পক্ষেই প্রণীত হয়েছে। হজ ব্যবস্থাপনা নিয়ে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না। সউদী সরকারের দেয়া বারকোর্ড আগে হজ এজেন্সির মাধ্যমেই বেচা- কেনা হতো। আল্লাহর মেহমানদের খেদমতে আত্মনিয়োগ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে হাবের সাবেক সভাপতি ও মহাসচিববৃন্দ আয়োজিত হাবের সভাপতি এবং হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান এম শাহাদাত হোসাইন তসলিমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে হাব সভাপতি তসলিম এসব কথা বলেন।
হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড, মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, প্রতিষ্ঠাতা সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, এয়ার ট্রিপ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী আবুল খায়ের , আটাব সভাপতি মনছুর আহমদ কালাম মহাসচিব মাজহারুল হক ভূঁইয়া, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো.নূরুল আমিন, বায়রার সাবেক শীর্ষ নেতা এ কে এম মোবারক উল্লাহ শিমুল, ফোরাব মহাসচিব মহিউদ্দিন, আলহাজ আশরাফ উদ্দিন, তোফার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মো.কুতুব উদ্দিন, মুফতি জিয়াউল হক মজুমদার, আব্দুস সালাম চাকলদার, মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল মতিন ও কাজী আব্দুর রহিম। নেতৃবৃন্দ আগামী ৩০ ডিসেম্বর হাব নির্বাচনে ’হাববন্ধু তসলিমের’ হাব সম্মিলিত ফোরামকে পুর্ণপ্যানেলে বিজয়ী করার আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন