শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

১. ওয়েস্ট সাইড স্টোরি
২. এনকান্তো
৩. গোস্টবাস্টার্স : আফ্টারলাইফ
৪. হাউস অফ গুচি
৫. ইটারনাল্স

ওয়েস্ট সাইড স্টোরি
উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’-এর নবতম সংস্করণ ‘ওয়েস্ট সাইড স্টোরি’ স্টিভেন স্পিলবার্গ মিউজিকাল রোমান্স ড্রামাটি পরিচালনা করেছেন। চিত্রনাট্য আর্থার লরেন্টের ব্রডওয়ে মিউজিকাল ‘ওয়েস্ট সাইড স্টোরি অবলম্বনে। সঙ্গীত লেনার্ড বার্নস্টাইন এবং স্টিভেন সন্ডহাইমের। ‘দ্য সুগারল্যান্ড এক্সপ্রেস’ (১৯৭৪), ‘জস’ (১৯৭৫), ‘ক্লোস এনকাউন্টার অফ দ্য থার্ড কাইন্ড’ (১৯৭৭), ‘ই. টি. দ্য এক্সট্রাটেরেস্ট্রিয়াল’ (১৯৮২), ইন্ডিয়ানা জোন্স (১৯৮১, ১৯৮৪, ১৯৮৯, ২০০৮), ‘জুরাসিক পার্ক’ (১৯৯৩), ‘এম্পায়ার অফ দ্য সান’ (১৯৮৭), ‘শিন্ডলার’স লিস্ট’ (১৯৯৩), ‘এমিস্টাড’ (১৯৯৭). ‘সেভিং প্রাইভেট রায়ান’ (১৯৯৮), ‘এ, আই. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ (২০০১), ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ (২০০২), ‘ব্রিজ অফ স্পাইজ’ (২০১৫), ‘ওয়ার হর্স’ (২০১১) ‘লিঙ্কন’ (২০১২) স্পিলবার্গ পরিচালিত কয়েকটি ফিল্ম।
গল্প দুই স্ট্রিট গ্যাঙের বিরোধ নিয়ে। শ্বেতাঙ্গ গ্যাঙ জেটসের টোনি (অ্যানসেল এলগর্ট) পুয়ের্টো রিকান কৃষ্ণাঙ্গ গ্যাঙ শার্কসের এক সদস্যের বোন মারিয়ার (রেচেল জেগলার) প্রেমে পড়লে দুই দলের মধ্যে বিরোধ নতুন মোড় নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন