বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে ২০২৪ সাল থেকে হবে ইউরোপের নেশন্স লিগ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৯:০০ এএম

ফিফা চায় দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে৷ কিন্তু এ বিষয়টি যে কোনভাবে আটকাতে চাইছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও লাতিন আমেরিকার কনমেবল। এই দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফার বিরোধীতা করেছে। 
 
ফিফাকে চাপে ফেলতে এবার আরেকবার  এক্যবদ্ধ হতে যাচ্ছে উয়েফা আর কনমেবল৷ শোনা যাচ্ছে উয়েফা ২০২৪ সাল থেকে তাদের নেশন্স লিগে যোগ করবে লাতিন আমেরিকার ১০টি দেশের সবগুলোতে। মানে ২০২৪ সাল থেকে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো ইউরোপের নেশন্স লিগে খেলবে। গত সপ্তাহে উয়েফা ও কনমেবল সমঝোতা চুক্তি করে৷ সেই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত একইসাথে কাজ করবে তারা। তারই অংশ এ প্রচেস্টা। তবে লাতিন আমেরিকার দলগুলো খেললেও নেশন্স লিগের ম্যাচগুলো তাদের খেলতে হবে ইউরোপেই৷ কারণ নয়তো খেলোয়াড়দের ভ্রমণ নিয়ে বেশ ঝামেলায় পরতে হবে। অপরদিকে লাতিন আমেরিকার বড় তারকারা যেহেতু ইউরোপের লিগেই খেলেন, তাই তারা সহজেই নেশন্স লিগের ম্যাচগুলোতে খেলতে পারবে৷ 
 
দুইদিন আগেই ইউরোর চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে লন্ডনের ওয়েম্বলিতে একটি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে এই দুই মহাদেশীয় সংস্থা। আগামী ১ জুন হবে দুই মহাদেশের চ্যাম্পিয়নের লড়াই৷ 
 
এ ম্যাচ আয়োজনের ঘোষণা দেয়ারপর নেশন্স লিগে লাতিন আমেরিকার দেশগুলোকে যোগ  করার ব্যপারে ইঙ্গিত দিয়েছেন উয়েফার ভাইস প্রেসিডেন্ট জিগনিউ বনিয়েক৷ তিনি পোল্যান্ডের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বর্তমান ফরমেটে এটিই হবে নেশন্স লিগের শেষ আসর। আমরা কনমেবলের সঙ্গে একটি বৈঠক করেছি৷ ২০২৪ সাল থেকে ওই অঞ্চলের ১০টি দেশ নেশন্স লিগে যোগ দেবে। তখন কোন ফরমেটে হবে? এ নিয়ে কাজ করছি। নেশন্স লিগের জন্য যেহেতু নির্দিষ্ট সময় বরাদ্ধ করা তাই আমরা খুব বেশি পরিবর্তন করতে পারব না।’
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন