মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : টেস্টে ইংল্যান্ডের কাছে সবচেয়ে কম রানে হেরেছে কোন দল? উত্তর- অস্ট্রেলিয়া। ২০০৫ সালে অজিদের মাত্র ২ রানে হারিয়েছিল ইংলিশরা। এভাবে টেস্টে ইংল্যান্ডের কাছে সবচেয়ে কম রানে হারার তালিকায় ৯ বারই উঠে আসছে অস্ট্রেলিয়ার নাম। রান সংখ্যায় পরের হারগুলোর ব্যবধান ৩, ১০, ১২, ১২, ১৩, ১৪, ১৮ ও ১৯। ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম রানে হারের তালিকায় অস্ট্রেলিয়ার ৯ বারের পর বাংলাদেশের অবস্থান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের কাছে বাংলাদেশে হেরে গেছে ২২ রানে। যদিও রেকর্ড বইয়ে পাকিস্তানের নামটি সবার ওপরে আছে। তবে ২০০৬ সালে ওভাল টেস্টে পাকিস্তান দল খেলার মাঝপথে উঠে গেলে ম্যাচটিতে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন আম্পায়াররা। তাই কোনো রান কিংবা উইকেটের ব্যবধান উল্লেখ নেই সেখানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন