চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিআরটিসি বাস ও অটোরিক্সার সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী রাজশাহীর তানোর উপজেলার দিব্যস্থইল গ্রামের জাহাঙ্গীর হোসেনের পতœী। সে তার মেয়ের বাসা থেকে নিজ বাড়ী ফিরছিল। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকায় রাজশাহী টু নিতপুরগামী বিআরটিসি বাস ও নাচোলগামী যাত্রীবোঝায় অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ ঘটলে অটোরিক্সারোহী রেশমা বেগম (৫০) ছিটকে পড়ে বাসের পেছন চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহায়তায় নাচোল উপজেলা ফায়ার ষ্টেশনকর্মীরা উদ্ধার করে নাচোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎিসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার কারিমাতুন নেসা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন