বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে সিটের নিচে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নীচে পাওয়া গেছে প্রায় ১০ কেজি ওজনের স্বর্ণের বার। গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের তল্লাশি চালিয়ে ৮৬টি বার উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথ অভিযান চালিয়ে এসব বার জব্দ করে।
প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ৮৬টি বারের ওজন নয় কেজি ৯৭৬ গ্রাম। সব মিলিয়ে হয় ৮৫৫ ভরি। বর্তমান বাজারমূল্যে এই স্বর্ণের দাম প্রায় সোয়া ছয় কোটি টাকা। কাস্টমস কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি আবুধাবি থেকে আসা বিমানের একটি উড়োজাহাজের দুটি সিটের নিচে পাওয়া যায় ১৭ কেজি ওজনের স্বর্ণের বার। ১৫০টি বারের বাজার মূল্য প্রায় ১০ কোটি। গত ২৩ নভেম্বর এক যাত্রীর কাছ থেকে পাওয়া যায় চার কেজি স্বর্ণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন