কূটনৈতিক সংবাদদাতা : মজর জেনারেল আজমল কবিরকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৯৮৩ সালের ১০ জুন আজমল কবির আর্মি ইঞ্জিনিয়ারিং কোর থেকে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ পেশাদারি জীবনে তিনি ইঞ্জিনিয়ারিং সেন্টার, স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব ইনফেন্ট্রি অ্যান্ড টেকটিক্সের ইন্সট্রাক্টর, ১০ রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন এবং বঙ্গবন্ধু সেতুর ৯৮ কম্পোজিট ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আজমল কবির গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বসনিয়া-হার্জেগোভিনা, পূর্ব তিমুর ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন