শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশকে আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে প্রস্তুত আইএমএফ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৫:১০ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা সফররত আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ। তবে, সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে রাহুল আনন্দ আরও বলেন, টেকনিক্যাল ঋণ হোক অথবা অন্য কোনো ভাবে, আইএমএফ সবসময় যে কোনো ধরনের সহযোগিতা করবে। যেমনটা গত বছর করেছিল।

র‌্যাপিড সুবিধার আওতায় বাংলাদেশেকে গত বছর ৭৩২ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয় সংস্থাটি। সম্প্রতি আইএমএফ বাংলাদেশকে জানিয়েছিল, করোনার প্রভাব থেকে অর্থনীতি পুনরুদ্ধারে বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের বছরে ১ বিলিয়ন ডলার হিসেবে মোট ৩ বিলিয়ন ঋণ নেয়ার সুযোগ রয়েছে। তবে এই ঋণ নিতে বেশ কিছু সংস্কার কর্মসূচি নিতে হবে। সে সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানিয়েছিলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন