মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তুরস্কে নির্মিত সমরাস্ত্রবাহী ড্রোন পেল কিরঘিজিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সমরাস্ত্রবাহী তুর্কি ড্রোন পেল কিরঘিজিস্তান। শনিবার তুরস্ক সরকার এক বিবৃতিতে কিরঘিজিস্তানকে সমরাস্ত্রবাহী ওই ড্রোন সরবরাহের কথা জানান। যুদ্ধক্ষেত্রে সফল হওয়ায় তুরস্কের ড্রোনের চাহিদা দিন দিন বাড়ছে। খবর আনাদোলুর। তুরস্কের সেনাবাহিনী সিরিয়ায় গত বছর ড্রোন ব্যবহার করেছে, ব্যবহার করেছে লিবিয়ায়ও। নাগোরনো-কারাবাখ যুদ্ধে তুরস্কের ড্রোন আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের জয়ে সহযোগিতা করেছে। সর্বশেষ ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে—বায়রাক্তার টিবি২ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করা একটি কামান ধ্বংস করছে। বায়রাক্তার টিবি২ ইউক্রেন, কাতার, আজারবাইজান এবং পোল্যান্ডের কাছে বিক্রি করেছে তুরস্ক। সউদী আরবও তুরস্কের ড্রোন পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তুরস্কের কাছে ড্রোন কেনার ইঙ্গিত দিয়েছে ইউরোপের দেশ লাটভিয়া। এর পর আলবেনিয়া ও কিরঘিজিস্তান বায়রাক্তার টিবি২ কিনতে চুক্তি করে। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন