টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব-এর উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর ঢাকার মিরপুরের প্রিয়াঙ্কা শুটিং জোনে বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব শাহীন সামাদ ও রফিকুল আলমকে ট্রাব বিজয়ের সুবর্ণজয়ন্তী সম্মাননায় ভূষিত করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিদায় লগ্নটিকে উৎসবমুখর করার লক্ষ্যে দিনব্যাপী আলোচনা, বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা প্রদান করা কবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ বেগম রওশন আরা মান্নান এমপি। সভাপতিত্ব করবেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। শাহীন সামাদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ছিলেন। তিনি ৩৬টি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। মুক্তিযুদ্ধ চালাকালীন তিনি সাংস্কৃতিক গোষ্ঠী ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’য় যোগ দেন। তারা বিভিন্ন রিফিউজি ক্যা¤েপ এবং মুক্ত অঞ্চল এলাকায় ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের ও সাধারণ মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশাত্মবোধক গান পরিবেশন করতেন, পুতুল খেলা ও মঞ্চ নাটকের আয়োজন করতেন। তিনি শিল্পকলায় একুশে পদকসহ (২০১৬) অসংখ্য পুরস্কারে ভূষিত হন। বরেণ্য সঙ্গীতশিল্পী রফিকুল আলম ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। তিনি চলচ্চিত্রে ৩০০ এর অধিক প্লেব্যাক করেন। তিনি অসংখ্য দেশাত্মবোধক গান করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে নিয়ে ২৯টি গান গেয়েছেন। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অনেক পুরস্কার লাভ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন