শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্বাগতিকদের হারিয়ে ভারতকে এড়ালো পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৯:৪৮ পিএম

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ভারতকে এড়ালো পাকিস্তান। রোববার রাতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পাকিস্তান ৬-২ গোলে হারায় বাংলাদেশকে। বিজয়ী দলের পক্ষে নাদিম আহমেদ ও এজাজ আহমেদ দুটি করে এবং আফরাজ ও রাজ্জাক মোহাম্মদ একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে আরশাদ হোসেন করেন জোড়া গোল।

শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলার চেষ্টা করলেও তা পারেনি স্বাগতিক বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে প্রথমে গোল পায় লাল-সবুজরা। ম্যাচের ১৩ মিনিটে সোহানুর রহমান সবুজের পাস থেকে রাসেল মাহমুদ জিমির স্টিক হয়ে বল আরশাদ হোসেনের কাছে গেলে কোন ভুল করেননি তিনি। সজোরে হিট করে বল পাঠান পাকিস্তানের পেস্টে (১-০)। উল্লাসে মেতে ওঠে পুরো মওলানা ভাসানী স্টেডিয়াম। তবে এই উল্লাসের স্থায়ীত্ব মাত্র ৩০ সেকেÐ। এই সময়ের মধ্যে গোল করে পাকিস্তানকে সমতায় ফেরান নাদিম (১-১)। ম্যাচের ১৮ মিনিটে এজাজ গোল করলে এগিয়ে যায় পাকিস্তান (২-১)। তাদের তৃতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো। আবদুল রানার লম্বা পাস থেকে স্কয়ার পাস দিয়েছিলেন মানজুর জুনাইদ। সেই বলে আফরাজ যে দুর্দান্ত প্লেসিং করলেন তা চোখে লেগে থাকার মতো। বলা চলে টুর্নামেন্টে নিঃসন্দেহে পাকিস্তানের এটি সেরা গোল (৩-১)। ২৬ মিনিটে নাদিম তার দ্বিতীয় গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৩৪ মিনিটে রাজ্জাক গোল করে ব্যবধান আরো বড় করেন (৫-১)। বাংলাদেশের বড় হার যখন নিশ্চিত তখন আরেকটি সুন্দর গোল পায় বাংলাদেশ। অধিনায়ক আশরাফুলে লম্বা পাসে আরশাদ স্টিক লাগিয়ে বল পাঠিয়ে দেন পাকিস্তানের পোস্টে (২-৫)। ম্যাচের ৩৮ মিনিটে পাকিস্তানের পক্ষে ষষ্ঠ গোল করেন এজাজ (৬-২)। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। ম্যাচ জিতে গোল ব্যবধানে জাপানকে পেছনে ফেলে তিনে উঠে আসে পাকিস্তান। আর সেমিফাইনালে ভারতকে এড়িয়ে তারা পায় দক্ষিণ কোরিয়াকে। অন্যদিকে বাংলাদেশের এটিই শেষ ম্যাচ। মালয়েশিয়া না আসায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের আর প্রয়োজন নেই। মওলানা ভাসানী স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় প্রথম সোমিফাইনালে পাকিস্তান খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিতে ভারতে প্রতিপক্ষ জাপান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন