শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্কুলশিক্ষিকাকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে এক স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগে তার স্বামী সচিবালয়ের কর্মকর্তা মুরাদ হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত আসমা আরেফিন মিতু (২৬) কেরানীগঞ্জ থানার হযরতপুর এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের মেয়ে। সে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা। তার স্বামী আটক মুরাদ হোসেন সচিবালয়ের জুডিশিয়াল সার্ভিস কমিশনের শাখা সহকারী। সোমবার রাতে পুলিশ মুরাদকে সাভার এনাম মেডিকেল থেকে আটক করে। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মুরাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গত কয়েক দিন আগে তারা সাভার পৌর এলাকার আনন্দপুরের সিটিলেন মহল্লার মিতুদের আরেক বাড়িতে সপরিবারে বেড়াতে আসে। সন্ধ্যায় তাদের দুজনের মধ্যে পারিবারিক বিভিন্ন ঘটনা নিয়ে ঝগড়া হয়। পরে ঘরে সেলিং ফ্যানের সাথে মিতুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ধারণা করছেন, ঝগড়াঝাটির একপর্যায়ে মিতু নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মিতুর স্বামী মুরাদকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে বলেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন