শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম, মিশিগানের শহরে শুধু মুসলিমরাই নির্বাচিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১:৫৮ পিএম | আপডেট : ২:০৬ পিএম, ২০ ডিসেম্বর, ২০২১

কয়েক দশক ধরে, হ্যামট্র্যামক মিশিগানের ‘লিটল ওয়ারশ’ নামে পরিচিত ছিল। এটি ডেট্রয়েট শহরের পাশেই অবস্থিত মাত্র দুই বর্গমাইলের একটি জনবসতিপূর্ণ শহর।

পোলিশ কার্ডিনাল কারল ওয়াজটিলা পোপ হওয়ার আগে ১৯৬৯ সালে একবার পরিদর্শন করেছিলেন। তার একটি মূর্তি শহরের কেন্দ্রীয় পার্কে এখনও রয়েছে যা পোপ পার্ক নামে পরিচিত। সেখানে পোলিশ লোক নৃত্যশিল্পীদের একটি বিশাল ম্যুরাল প্রায় পুরো শহরের ব্লককে প্রসারিত করেছে।

এর পর থেকে গত ৯৯ বছর ধরে হ্যামট্রামকের মহরের প্রতিটি মেয়র ছিলেন পোলিশ আমেরিকান। তবে এই ধারা আগামী ২ জানুয়ারী, হ্যামট্রামকের শতবর্ষের সাথে শেষ হচ্ছে। কারণ তখন একটি সম্পূর্ণ মুসলিম সিটি কাউন্সিলের সাথে শপথ গ্রহণ করে নতুন মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন আমের গালিব।

মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের মতে, হ্যামট্র্যামক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পরিচিত শহর হয়ে উঠবে, যেটি সম্পূর্ণরূপে মুসলিমদের দ্বারা গঠিত সরকার দ্বারা পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রে এর আগে এই ধরনের অন্য কোন প্রশাসনের রেকর্ড নেই। মেয়র-নির্বাচিত গালিব ইয়েমেনে জন্মগ্রহণ করেছিলেন এবং একজন যুবক হিসাবে একাই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এখন তার বয়স ৪২। চিকিৎসা ক্ষেত্রে কাজ করেন এবং ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছেন।

হ্যামট্র্যামকের আগের সেই সুসময় এখন আর নেই। শহরটা ক্ষয়ে যাচ্ছিল। অনেক কারখানা বন্ধ ছিল। অনেক দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের পোলিশ আমেরিকান গত দুই দশকে ডেট্রয়েট শহরতলিতে এবং তার বাইরে চলে গেছে। ইয়েমেন এবং বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীরা তাদের জায়গা নেয় এবং স্থানীয়রা বলে হ্যামট্রামক এখন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের শহর। (বিস্তারিত আসছে)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Aziz Razavi ২০ ডিসেম্বর, ২০২১, ৭:০০ পিএম says : 0
· সারা পৃথিবীতে আবাবিলের মতো ঝাপিয়ে পড়ুক মুসলমান। ফিরে আসুক ইসলামি সম্রাজ্যের সুবাতাস।
Total Reply(0)
Shamim Ahamied ২০ ডিসেম্বর, ২০২১, ৭:০০ পিএম says : 0
আলহামদুলিল্লাহ ভালো খবর
Total Reply(0)
Sajeeb Khan Sanjeed ২০ ডিসেম্বর, ২০২১, ৭:০১ পিএম says : 0
· ভাগ্য কাকে বলে জানেন? পৃথিবীতে ৪২০০ ধর্ম আছে। তার মধ্যে আমি ও আপনি মুসলিম -আলহামদুলিল্লাহ্
Total Reply(0)
Asifur Rahman Noman Cbl ২০ ডিসেম্বর, ২০২১, ৭:০১ পিএম says : 0
গর্বিত, একদিন সারা দুনিয়া শাসন করবে মুসলিমরা, ইনশাআল্লাহ
Total Reply(0)
A. Hossain ২১ ডিসেম্বর, ২০২১, ১২:৫৩ পিএম says : 0
আলহামদুলিল্লাহ!! ???????? ভালো খবর।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন