শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১৬ জানুয়ারি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৪:১৩ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, সকল হলের প্রভোস্টবৃন্দ এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সংক্রান্ত বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার যথাসময়ে প্রণয়ন করা হবে বলে জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নির্ধারিত হলচার্জ এখন থেকে বছরে একবারের পরিবর্তে দুই ভাগে প্রতি টার্মে কোর্স রেজিস্ট্রেশনের সময় গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন