বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় নায়িকা থাকার কথা ছিল শাবনাজের-নাসরিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

এক সময়ের পর্দা কাঁপানো চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন এখন খুব বেশি অভিনয় করেন না। অথচ নব্বই দশকে তিনি ছিলেন সিনেমার অপরিহার্য অভিনেত্রী। বিশেষ করে প্রয়াত কৌতুক অভিনেতা দিলদারের জুটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তাকে তখন বলা হতো, দিলদারের নায়িকা। বরাবরই স্পষ্টবাদী নাসরিন কোনো কিছু রাখঢাক করে বলেন না। যেটা তার কাছে যুক্তিযুক্ত মনে হয়, তাই বলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসরিন খোলাখুলিভাবে তার ক্যারিয়ার ও চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আমার শুরুটা হয়েছিল দিলদার ভাইয়ের সাথে। তাই আমাকে কেউ নায়িকা হিসাবে নিতে চাইতো না। অনেক নায়ক বলতো, ও তো দিলদারের নায়িকা ওর সাথে অভিনয় করবো না। ওর সাথে অভিনয় করলে আমার ক্যারিয়ারের সমস্যা। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছরে আমি কারও সাথে আপোষ করিনি। আমার ধ্যান-জ্ঞান সব কিছু চলচ্চিত্র। আমাকে কোটি টাকা দিলেও আমি এটা ছাড়তে পারব না। সবার আগে প্রাধান্য দিয়েছি আমি শিল্পী, আমার কাজ আগে। ইন্ডাস্ট্রিতে জোর করে কিছু হয় না। শুধু মাত্র চলচ্চিত্রকে ভালোবেসে অনেক পরিচালক, অভিনিয় শিল্পী ও টেকনিশিয়ানরা মুড়ি খেয়ে থেকেছে। মুখ ফুটে কখনোও কিছু বলেনি। তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আইটেম গানগুলো আমি করতে চাইতাম না। আইটেম গান করতাম শুধু একটা কারণে, তখন বসুন্ধরায় ফ্ল্যাট কিনেছিলাম। সেই টাকা কিস্তিতে পরিশোধ করতাম। একটানা ২০ বছর আইটেম গানে কাজ করে কখনও ১৫-২০ হাজারের বেশি সম্মানী পাইনি। অশ্লীলতার সময় প্রযোজকরা কোটি কোটি টাকা কামিয়েছে। বাধ্য হয়ে আমরা কাজ করেছি। নাসরিন বলেন, আমি মুনমুনকে প্রচুর হেইট (ঘৃণা) করতাম। ভাবতাম, এরা এসে পরিবেশ নষ্ট করে দিয়েছে। কিন্তু দেখলাম, না ওকে আসলে প্রযোজকরা হাফপ্যান্ট পরতে বলত। মুনমুন কান্না করতো। বলত, সিনেমায় কাজ করতে এসেছি কী আপনাদের এই নোংরা কাপড় পরার জন্য? তখন সে সময়ের প্রযোজকরা বলত, এটা পরলে পরো, না পরলে চলে যাও। তখন মুনমুনের ওপর আমার শ্রদ্ধাবোধ বেড়ে যায়। এরপর থেকে আমি মুনমুনের সাথে কথা বলা শুরু করি। চলচ্চিত্র বাহির থেকে যতটা চকচকে, ভেতরটা আসলে ফাঁকা। নাসরিন স্মৃতিচারণ করে বলেন, কেয়ামত থেকে কেয়ামত সিনেমার শুটিংয়ে সালমান ভাই আমাকে মুটকি বলায় আমি তাকে ঢিল মেরেছিলাম, তখন আমি উনাকে চিনতাম না। কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় শাবনাজের নায়িকা থাকার কথা ছিল। শিডিউলের কারণে সোহানুর রহমান সোহান মৌসুমিকে নিয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Sorotar Sisir ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:৪৪ এএম says : 2
সালমান শাহ এবং মৌসুমীর সিনেমা অসাধারণ
Total Reply(0)
MD Amin ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:৪৫ এএম says : 0
সত্যি সালমান শাহ কোনো তুলনা হয়না
Total Reply(0)
Homaun Ahmed ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:৪৬ এএম says : 1
স্বপ্নের নায়ক স্বপ্ন হয়ে এসেছিল আসলেন দেখলেন মানুষের মন জয় করলেন আবার চলেও গেলেন ওপারে ভালো থেকো লিজেন্ড সালমান শাহ
Total Reply(0)
মায়াবতী মায়াবতী ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:৪৬ এএম says : 1
আমার দেখা সেরা দৃশ্য এই ছবির
Total Reply(0)
মোহাম্মদ রমিজ ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:৫০ এএম says : 0
সিনেমা একটা নোংরা জায়গা, এই জগতে প্রবেশ করে নিজেকে চিরত্রবান রাখা খুবই খুবই কঠিন।
Total Reply(0)
Al-Mamun Md ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:৫২ এএম says : 0
কি মনে হয় জে না
Total Reply(0)
jack ali ২৪ ডিসেম্বর, ২০২১, ৪:৫০ পিএম says : 0
O Actor, Actress give up this lewd immoral shameless profession and repent to Allah so that Allah will forgive you all if not in the Qiyammah Allah will fill the hell people like you. Allah didn't create human being for fun He only created us to worship Him alone by following strictly Qur'an and Sunnah,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন