মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চেয়ারম্যানের নুরুজ্জমান ভুট্টোর বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:২৬ এএম

পাওনা টাকা চাওয়ায় এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফেনীর পরশুরাম মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম উত্তর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহীন চৌধুরী। তিনি দক্ষিণ কাউতলী গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। তবে এদের নাম জানা যায়নি।

নিহত শাহীন চৌধুরীর স্ত্রী ফিরোজা বেগম বলেন, ‘আমার স্বামী বাবুল কন্ট্রাক্টরের দোকানে চাকরি করে। সেখান থেকে হার্ডওয়্যারের সাত লাখ টাকার মালামাল বাকিতে কেনেন হাসেম নামে একজন। হাসেম চেয়ারম্যানের সহযোগী।’

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় পরশুরাম উত্তর বাজারে হাসেমের সঙ্গে দেখা হলে তার কাছে টাকা চাইলে সে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ডেকে আনে। এ সময় হাসেম, নুরুজ্জামান ভুট্টু ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে পশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘লাশ এই মুহূর্তে থানায় রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে নুরুজ্জমান ভুট্টোর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার সম্পৃক্ততা অস্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন