আদমদীঘি (বগুড়া ) উপজেলা সংবাদদাতা : সান্তাহারে পুলিশ এক কেমিকেল পণ্য তৈরির নকল কারখানার সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে নকল ট্রয়লেট ক্লিনার হারপিক, ভিন ট্রাইস ক্লিনার ভিকছল, রংয়ের রং উজ্জ্বল করার থিনারসহ বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধারসহ ওই কারখানা মালিক হামিদুল ইসলাম মেজরকে গ্রেফতার করে।
জানা যায়, সান্তাহার পৌর শহরের পাথরকুটা মহল্লার মৃত ময়েজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম মেজর সাহেবপাড়ায় রেলওয়ের একটি দ্বিতল বাসায় অবৈধভাবে বসবাসের পাশপাশি দীর্ঘদিন ধরে দেশের সনামধন্য একাধিক কোম্পানির এসব ছয় রকমের কেমিকেল পণ্য নকল করে বাজারজাত করে আসছিল। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক হামিদুল ইসলাম মেজরকে ছয় মাসের কারাদÐ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন