শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ লোক নাট্যদলের বৈকুণ্ঠের খাতা’র মঞ্চায়ন

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০১১ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে লোক নাট্যদল (বনানী) মঞ্চে এনেছিল নাটক বৈকুণ্ঠের খাতা। দেশে আইটিআই, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশান ও শিল্পকলা একাডেমীর আয়োজনে নাট্যোৎসবে এবং দেশের বাইরে আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণসহ টানা ১৪টি মঞ্চায়নের পর প্রধান চরিত্রে অভিনয়কারী একজন শিল্পীর সড়ক দুর্ঘটনাজনিত অসুস্থতার কারণে নাটকটির মঞ্চায়ন বন্ধ থাকে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রযোজিত দলের ২৫তম এ প্রযোজনাটির পুনঃমঞ্চায়ন ১৩ ফেব্রæয়ারি শনিবার, সন্ধ্যে ৬:৩০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকে অভিনয় করছেন জাহিদুর রহমান পিপলু, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, আনোয়ার কায়সার, তানজিনা রহমান, তৌহিদুল ইসলাম, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সুধাংশু নাথ, নাদিত নূর চৌধুরী জাদু প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা- জাহিদুর রহমান পিপলু, পোশাক পরিকল্পনা- কামরুন নূর চৌধুরী, আবহ সংগীত- মুজাহিদুল হক লেনিন, আলো- জি এম সিরাজুল হোসেন, মঞ্চ ব্যবস্থাপনা- সুধাংশু নাথ এবং প্রযোজনা অধিকর্তা- আনোয়ার কায়সার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন