শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা ও অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘ইঁংরহবংং ধহফ ঊপড়হড়সরপং’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘জবরহারবহঃরহম ইঁংরহবংং ভড়ৎ ঃযব ২১ংঃ ঈবহঃঁৎু’ ঢাকা বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  আ আ ম স  আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও  প্রো-উপাচার্য  (প্রশাসন)  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়া অস্ট্রেলিয়ার সুইনবার্ণ ইউনির্ভাসিটির প্রো-উপাচার্য অধ্যাপক ড. বার্ণাডিন ভ্যান ড্রামবার্গ, যুক্তরাজ্যের এসেক্স ইউনির্ভাসিটির বিজনেস স্কুল-এর ডিন অধ্যাপক ড. জিওফরে টি উড এবং যুক্তরাষ্ট্রের  টাফ্টস্  ইউনির্ভাসিটির অধ্যাপক ড. পার্থ এস ঘোষ বক্তব্য রাখেন। সম্মেলনের কো-চেয়ার অধ্যাপক ড, এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কুয়েতের শতাধিক শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন