শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এনবিআর চেয়ারম্যানের মেয়াদ দুই বছর বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:১৩ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় ৬ জানুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী নিয়োজিত কর্মকর্তা আবু হেনা মো. রহমাতুল মুনিমকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান হিসাবে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

২০২০ সালের ১ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব থেকে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে দুই বছরের মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মু:ওয়াসিউল হক ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:৪১ এএম says : 0
আপনার দীর্ঘায়ু কামনা করছি।
Total Reply(0)
মু:ওয়াসিউল হক ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:৪১ এএম says : 0
আপনার দীর্ঘায়ু কামনা করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন