শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৪ ঘণ্টার ব্যবধানে দু’বার ভূকম্পন

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় চার ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল (বুধবার) সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টায় দুটি ভূকম্পন হয়। বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে। ভূ-পৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর মাত্রা ছিল মৃদু। এর আগে সকালের মাঝারি ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মিয়ানমারে। ভূ-পৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। প্রসঙ্গত রিখটার স্কেলে চার থেকে চার দশমিক ৯৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ এবং পাঁচ থেকে পাঁচ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’ হিসেবে ধরা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন