বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩১০ কোটি ডলারে মার্কিন হেলিকপ্টার, ট্যাংকার কিনছে ইসরায়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১১:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩১০ কোটি ডলার মূল্যের হেলিকপ্টার ও ট্যাংকার কিনছে ইসরায়েল। এই বিষয়ে দেশ দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। চুক্তির আওতায় লকহিড মার্টিন করপোরেশনের সিএইচ-৫৩কে হেলিকপ্টার ও বোয়িং কোম্পানির দুটি কেসি-৪৬ রিফুয়েলিং বিমান রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরায়েলের বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এসব অস্ত্র কেনা হচ্ছে। চুক্তিতে আরও ছয়টি অতিরিক্ত হেলিকপ্টার কেনার সুযোগ রাখা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৬ সালে হেলিকপ্টারগুলোর প্রথম চালান ইসরায়েলে পৌঁছাবে।

বৃহস্পতিবার ইসরায়েলি বিমানবাহিনীর জন্য চিফ অব ম্যাটেরিয়াল ব্রিগেডিয়ার জেনারেল শিমন সেন্টসাইপার জানান, ২০২৫ সালের আগে রিফুয়েলিং বিমানগুলো পাওয়া যাবে না।

তিনি জানান, ইসরায়েল চেষ্টা করছে কেসি-৪৬ গুলো সরবরাহের সময় এগিয়ে আনতে।
ইসরায়েলি সংবাদমাধ্যমে ধারণা করা হচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনার বিমান হামলা চালাতে এসব রিফুয়েলিং উড়োজাহাজ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই ইরানের এসব স্থাপনায় হামলার হুমকি দিচ্ছে ইসরায়েল।
সেন্টসাইপার দাবি করেছেন, বিমান বাহিনীর বর্তমান রিফুয়েলিং সামর্থ্য তাদের অভিযান পরিচালনার জন্য যথেষ্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Safikul ১ জানুয়ারি, ২০২২, ৩:১১ পিএম says : 0
ইসরাইল তুমি একটা .... দেশ ইরানের ............. তুমি পারবা না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন