সম্প্রতি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক শাকিব খানের জীবনী নিয়ে ‘স্টোরি অব শাকিব খান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্রটি এন্ট্রি করার পর শাকিব খান এর প্রতিবাদ জানান। তিনি তার অনুমতি না নেয়ার অভিযোগ করেন। পাশাপাশি বলেন, নায়করাজ রাজ্জাক, শাবান, ববিতা, সোহেল রানাদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার কথা। শাকিব খান বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন, যদি তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করা হয়, তবে তিনি মামলা করবেন। শাকিবের এমন কথায়, বেশ ক্ষিপ্ত হয়েছেন এফ আই মানিক। মানিক বলেন, ‘আমি কেন এই চলচ্চিত্রটি নির্মাণ করব। আমাকে কেউ কি ১০০ কোটি টাকা দিবে। না দিবে না। তাহলে কেন এই চলচ্চিত্র নির্মাণ করতে হবে? তিনি বলেন, এ ছেলেটি কিভাবে আমার ক্যারিয়ারের পঁচিশটি বছর নষ্ট করে দিয়েছে, তার হিসাব তাকে দিতে হবে। সেখানে তার অনুমতি নেয়ার কোনো প্রশ্ন আসে না। একটি ছেলে কোথা থেকে এসে শতকোটি টাকার মালিক হয়ে একাধিক প্রযোজক, পরিচালককে রাস্তার ফকির বানিয়ে ছেড়ে দিয়েছে, সে তো এ কথা বলতে পারে না। এটা নিয়ে তার এতো মাথা ব্যাথা কেন?’ মানিক বলেন, দেশের মানুষের কাছে তার ইমেজ নষ্ট আর ষড়যন্ত্রের কি আছে! দেশের মানুষ সব জানে। আর যারা জানে না, তাদের জন্য নির্মাণ করব ‘স্টোরি অব শাকিব খান’। আমি মানলাম নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত। তারা তো আমাকে শুধু অপু বিশ্বাসকে আমার চলচ্চিত্রে না নেয়ার জন্য আমার প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা ক্ষতি করতে বলেননি। মানিক শাকিবকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমার ও অন্যান্য প্রযোজকদের যে ক্ষতি করেছেন, সেটি সবাইকে দেখিয়ে দিতে চাই। মামলা প্রসঙ্গে মানিক বলেন, ‘মামলার কি বোঝেন। কারো বিরুদ্ধে কখনো করেছেন। মামলা তো আমি করব আপনার নামে। নতুবা আমার জীবনের পঁচিশটি বছর ফেরত দিতে হবে। শুধু আপনার গাফলাতির কারণে আমাকে আজ স্বর্ণালী সময় ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। ইতিহাস টানবেন না। আমার কাজ আমাকে করতে দিন বলে শাকিব খানকে হুঁশিয়ারি দেন মানিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন