নতুন নির্বাচন কমিশন গঠনে সংলাপে যাবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংলাপে অংশগ্রহণের বিষয়ে অপরাগতা জানিয়ে তারা প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইসি নিয়োগে মতবিনিময়ের জন্য বঙ্গভবনে আগামী সোমবার সন্ধ্যায় সিপিবির সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা ছিল।
চিঠিতে সিপিবি বলে, সিপিবি নির্বাচনের আমূল সংস্কারের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ ৫৩টি সুনির্দিষ্ট পদক্ষেপের সুপারিশমালা ২০১৭ সালের জানুয়ারি মাসে আপনার কাছে প্রদান করেছিল। এই অবস্থায় হুবহু একই আলোচ্য সূচিতে ও একই প্রকরণের আরেকটি সংলাপে যোগ দিয়ে সিপিবির নতুন কোনো কথা বলার নেই। সেকারণে তাতে যোগদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন