বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে নাশকতামূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

যশোরের ঝিকরগাছা পৌরসভার ১০ কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে নাশকতামূলক মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলর প্রার্থীর স্ত্রী।
প্রেসক্লাব যশোরে বেলা একটার দিকে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন কাকনের স্ত্রী সুমাইয়া ইয়াসমিন এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সুমাইয়া ইয়াসমিন বলেন, আমার স্বামী আরমান হোসেন কাকন প্রার্থী হওয়ার পর থেকে প্রতিদিন গভীর রাতে ঝিকরগাছা থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছেন। ঝিকরগাছা থানার এস আই সিরাজুল ইসলাম বাদি হয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর পদপ্রার্থীর নাম উল্লেখ করে নাশকতার মিথ্যা মামলা দিয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক মামলার এক বাদী জানিয়েছেন, পুলিশ আমার নাম না জানিয়েই মামলায় স্বাক্ষী করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন