বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুরে চেয়ারম্যান পদে ৫৬ ও সদস্য পদে ৫৩৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ৭:২৫ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (৩ জানুয়ারী) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনেও চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীগণ তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

ফুলপুর উপজেলার ফুলপুর ও বালিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার শেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, ছনধরা, ভাইটকান্দি ও সিংহেশ্বর ইউনিয়নের রিটার্নিং অফিসার হালুয়াঘাট উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল, রূপসী ইউনিয়নের রিটার্নিং অফিসার ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন, রহিমগঞ্জ ও রামভদ্রপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার নকলা উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ, পয়ারী ও বওলা ইউনিয়নের রিটার্নিং অফিসার গৌরিপুর উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার প্রার্থীদের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উৎসবমুখর পরিবেশে সোমবার বিকেল ৫টা পর্যন্ত ফুলপুর ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২০জন ও সাধারণ ওয়ার্ডে ৪১৮ জন মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ছনধরা ইউনিয়নে ৪ জন, রামভদ্রপুর ইউনিয়নে ৫ জন, ভাইটকান্দি ইউনিয়নে ৬ জন, সিংহেশ্বর ইউনিয়নে ৫ জন, ফুলপুর ইউনিয়নে ৬ জন, পয়ারী ইউনিয়নে ৭ জন, রহিমগঞ্জ ইউনিয়নে ৪ জন, রুপসী ইউনিয়নে ৬ জন, বালিয়া ইউনিয়নে ৬ জন, বওলা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন জানান, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারী, বাছায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৭জানুয়ারী থেকে ৯ জানুয়ারী, আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহের শেষ তারিখ ১৩ জানুয়ারী, প্রতীক দেয়া হবে ১৪ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩১ জানুয়ারী।

ফুলপুর উপজেলার ১০ ইউনিয়নে মোট পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ২৭৭ জন, মোট মহিলা ভোটার ১ লাখ ১৭ হাজার ৫৮৪ জন, হিজড়া ভোটার ১ জন। সর্বমোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন। মোট ভোট কেন্দ্র ১০৫ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৬২৭ টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন